Monday 28 May 2018

কেন এমন হয় 1-2

কেন এমন হয় ??
( একটা মনের ডায়েরি খুলে দেখা ...)

১।।
উন্মুক্ত যৌবনের বুক ঠেলে বেরিয়ে এলো দুটো হাত ।। জড়িয়ে ধরলো গলা আমার ।। 
কাঁচের গা ঘেষে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল এবার ।। 
মুখ ফুটে কিছু বলার আগে কয়েক মিনিটের নীরবতা পালন - মাস পাঁচেকের ভালোবাসার জন্য ।। 
তারপর বললো আস্তে করে , " যা ছিল আমাদের মধ্যে , সব কি মিথ্যা বলে মেনে নেওয়া যায় ? আর কি দেখা হবে না আমাদের ? এই কি তবে দুজন ভালোবাসার শেষ পরিচয় ? " 
আমার চোখ দুটো তখনও নীরব ।। 
ছুটে চলা বাইরের প্রকৃতি আজ ভীষন অন্ধকার ।। মেঘ জমেছে দক্ষিণ কোনায় ।। 
মাথা হেলে গেছে বুকের দুটি ঢেউয়ের মধ্যবর্তী গর্তের ঠিকানায় ।। এখানে মুখ ঢেকেই এই সেদিনও পালিয়ে যেতাম আমরা মায়ার পরিবার থেকে ।। এই পথের থেকে বেশি স্বাক্ষী আজ কেউ নেই ।। তবু আদেশনামার একটা সিলমোহরে সব শেষ হতে হয় ।। 
একা একা নেমে আসা দুটো মন আবার একা হওয়ার প্রস্তুতি নেবে , বাঁচবে দুজনেই অথবা শেষ পাতায় দাঁড়িয়ে দেখবে নতুন একটা গল্পের প্রস্তাবনা ।। 
এমন এক সময়ে পথ এসে থামলো গন্তব্যের ঠিকানায় ।। এবার আলাদা হওয়ার পালা ।। 
অনেকেই জেনে যাবে খবরটা , কেউ ঠাট্টা করবে , কেউ ব্যঙ্গ আমায় ।। তবু একটা উত্তর থেকেই যাবে মনে চিরকাল , বলতে পারো তোমরা , কেন এমন হয় ?

২।।
 মাস ছয়েক পুরোনো কথা ।। প্রথম পরিচয় দুর্গা রূপে এই খানেতেই ।। 
গল্প , আড্ডা , কবিতার মাঝে কবে যে মন হারালো বুঝতে পারি নি একটিবার ।। 
তারপর ,
নিজের মনে করে প্রেমপত্রের গোপন আদান প্রদান তার ঠিকানায় ।। 

ভেবেছিলাম , সে কি বুঝবে কোনদিন আমার কথা ? সে কি বলবে আমায় , ভালোবাসি তোমায় ? তারপর একদিন উত্তর এল , " চিঠিগুলো পাঠাবে না প্রাপকের ঠিকানায় ? " 
অবাক চোখ দেখেছিল সেদিন , একটা সদ্য জাত প্রেমের কাহিনী ।। কলম আমার থেমে গেছে , ভাবতেও কষ্ট হচ্ছে , সে সব বুঝে গেছে মনের কথা আমার !! 
তবু সাহস হয়নি , বলতে প্রথমবার , চিঠি পাঠাতে আসলে আমার 
তারই ঠিকানা প্রধানতঃ দরকার ।। 
সে রাতে ঘুম হয়নি , জেগে ছিলাম কিছু প্রশ্নের ভাবনায় ,
বলতে পারো তোমরা , কেন এমন হয় ?